দেশের ১৮-৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের কর্মসংস্থান এর নিমোক্ত দক্ষতাবৃদ্বিমুলক প্রশিক্ষণ ও আত্তকর্মী সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এর নিম্ন বর্নিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষো কর্ম প্রত্যাশী যুবক ও যুবতীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুস্বর পুর্বক দরখাস্ত আহব্বান করা যাচ্ছে।
যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ এ নিম্নোক্ত কোর্স সমূহে ভর্তি চলছে:
১. পোশাক তৈরি প্রশিক্ষণ ৮ম শ্রেণী পাস ন্যুনতম - ০৩ মাস
২. বেসিক কম্পিউটার এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্স উচ্চমাধ্যমিক পাস - ০৬ মাস
৩. ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়্যারিং ৮ম শ্রেণি - ০৬ মাস
৪. ইলেকট্রনিক এন্ড মোবাইল সার্ভিসিং ৮মশ্রেণি পাস - ০৬ মাস
৫. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডশনিং ৮ম শ্রেণি পাস - ০৬ মাস
৬. গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক কোর্স ৮ম শ্রেণি পাস - ০৩ মাস
0 comments:
Post a Comment