RR LOVES

এখানে কম্পিউটার কম্পোজ, ইন্টারনেট ব্রাউজিং, বিয়ে, হালখাতা, আকিকা, মুখেভাতের কার্ডসহ যাবতীয় ছাপার কাজ করা হয়। মোবাইল- ০১৭৩৮-১৬৯০৫৫, ০১৭৮৩-১০৬৩১২***

Live Score

Monday, 12 July 2021

ঈদে বাড়ি ফেরা শুরু... বিস্তারিত জানতে ক্লিক

আগামী ১৫/০৭/২০২১ ইং তারিখ রোজ বৃহস্পতিবার হতে স্বাস্থ্যবিধি মেনে ৫০% আসন খালি রেখে ট্রেন চলাচল করবে। আগামী  ১৩/০৭/২০২১ ইং তারিখ  রোজ মঙ্গলবার বিকেল হতে অনলাইনে টিকিট বিক্রয় শুরু হবে।

🟥 সকলের জন্য কিছু বিশেষ নির্দেশনাঃ


⚠️ কোন প্রকার ভাড়া বৃদ্ধি করা হবে না।

⚠️ প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার হতে ক্রয় করতে হবে।

⚠️ সকল অগ্রীম টিকিট যাত্রার ৫ (পাঁচ) দিন পূর্বে ক্রয় করতে পারবেন।

⚠️ অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত দেয়া যাবে না।

⚠️ কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার হতে দেয়া হবে।

⚠️ আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ। তাই অযথা কাউন্টারে ভীড় করা থেকে বিরত থাকুন।

⚠️ ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমনের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোন যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমন করতে পারবেন না।

⚠️ ট্রেনে প্রতিনিয়ত বিশেষ চেকিং অভিযান চলছে, তাই বিনাটিকিটে ট্রেন ভ্রমণ করা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে কারো সাথে অবৈধ লেনদেন করবেন না।

⚠️ ট্রেনে প্রবেশ ও বাহিরের জন্য ভিন্ন ভিন্ন দরজা ব্যবহার করতে হবে।

⚠️ বিশেষ প্রয়োজন ব্যতীত রেলভ্রমন করবেন না। 


🛡️ অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোন যাত্রীতে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না।

🛡️ ঘরে থাকুন সুস্থ্য থাকুন।


🛃 নির্দিষ্ট বিনে ময়লা ফেলুন।


আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।


ধন্যবাদ

বাংলাদেশ রেলওয়ে



Share:

0 comments:

Post a Comment

Flowers

Blog Archive

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.