বাউবি বিএ বিএসএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২০, বাউবি বিএ/বিএসএস ভর্তি সার্কুলার ২০২০ঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত ৩ বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামে ২০২০ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
আগ্রহী প্রার্থীদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। বাউবি বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০
বাউবি বিএ এবং বিএসএস কোর্সে ভর্তির আবেদনের যোগ্যতা/ভর্তির ন্যুনতম যোগ্যতা: এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
ভর্তি ফরম জমাদান ও ভর্তির তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত। Online-এ আবেদন সম্পন্ন করার ১ সপ্তাহ অথবা ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে Online-এ আবেদনের কপিসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি সহ সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
Online- এ ভর্তির সময় যা প্রয়োজন:
(ক) শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষরের স্ক্যান করা কপি (৩০০x১০০ পিক্সেল)।
(খ) প্রদত্ত হিসাবানুসারে সর্বমোট ৩৮৯০/- (তিন হাজার আটশত নব্বই) টাকা বিকাশ/শিউরক্যাশ/ডিবিবিএল এর মাধ্যমে সংশ্লিষ্ট চার্জসহ জমা দিতে হবে।
ভর্তি সম্পন্ন করতে যা প্রয়োজন হবে: বাউবি’র আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সনদপত্র সমূহ যাচাই-বাছাইপূর্বক সত্যায়িত করে ভর্তির জন্য মনোনীত প্রার্থীকে Online-এ Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
ফি’র বিবরণ: ভর্তি ফরম ফি ১০০/- টাকা, ডিজিটাল/প্লাস্টিক ও ID Card ফি ২০০/- টাকা, রেজিস্ট্রেশন ফি ২০০/- টাকা, প্রতি কোর্স ফি ৭৩৫/- টাকা হারে ০৪টি কোর্সের জন্য ২৯৪০/- টাকা, একাডেমিক ক্যালেন্ডার ৫০/- টাকা, পরীক্ষার ফি ৩০০/- টাকা এবং সিমেস্টার নম্বরপত্র ফি ১০০/- টাকাসহ সর্বমোট ৩৮৯০/- (তিন হাজার আটশত নব্বই) টাকা।
0 comments:
Post a Comment