মানিকের দোকান

কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে । যে মানুষ মিথ্যা বলতে পারে না, সে সৃষ্টিশীল মানুষ না, রোবট টাইপ মানুষ । -----হুমায়ূন আহমেদ

মানিকের দোকান

নিজেকে কখনই অন্য কারো সাথে তুলনা করবেনা, যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে। - বিল গেটস

মানিকের দোকান

“মূর্খতার চেয়ে বড় পাপ আর নাই” -সন ইবনে আবদুল্লাহ

মানিকের দোকান

“ রান না করলে মরবি না। ব্যাটিং কর। এটা জীবন না, খেলা ” -মাশরাফি বিন মর্তুজা

মানিকের দোকান

তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না -আল হাদিস

RR LOVES

এখানে কম্পিউটার কম্পোজ, ইন্টারনেট ব্রাউজিং, বিয়ে, হালখাতা, আকিকা, মুখেভাতের কার্ডসহ যাবতীয় ছাপার কাজ করা হয়। মোবাইল- ০১৭৩৮-১৬৯০৫৫, ০১৭৮৩-১০৬৩১২***

Live Score

Wednesday, 18 January 2023

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১১ টি পদে মোট ৪০ জনকে নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে চাকরির জন্য আবেদন করতে পারবে। 

অনলাইনে আবেদন করা যাবে ২৩ জানুয়ারি ২০২৩ সকাল ১০.০০ টা হতে ২২ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ৫.০০ টা পর্যন্ত। 

তাই আপনার হাতে যথেষ্ট সময় রেখে খুব শীঘ্রই আবেদন করে ফেলুন।


বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:














Share:

কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট নিয়োগ ২০২৩

 কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট ০৭টি পদে মোট ৪৩ জনকে নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে সকল জেলার নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। 


আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল:


পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।


পদের নাম: উচ্চমান সহকারী

পদ সংখ্যা: ০৪ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সমমানের ডিগ্রী।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।


পদের নাম: ক্যাশিয়ার

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।


পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ১৫ টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।


পদের নাম: গাড়িচালক

পদ সংখ্যা: ০৪ টি।

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।


পদের নাম: সিপাই

পদ সংখ্যা: ০৯ টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা।


পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ০৯ টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা।


আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://crmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।


আবেদন শুরুর সময়: ২২ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ০৯:০০ টা থেকে আবেদন করা যাবে।


আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।


বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:












Share:

Tuesday, 17 January 2023

১৩৮৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে (railway govt job)


বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। রাজস্ব খাতভুক্ত ওয়েম্যান (Wayman) পদে মোট ১৩৮৫ জন নিয়োগ দেবে Bangladesh Railway। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে অনলাইনে (http://br.teletalk.com.bd) ২৫ জানুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে ২ মার্চ ২০২৩ বিকাল ৫টার মধ্যে।

রেলওয়ে নিয়োগ ২০২৩

চাকরিদাতা প্রতিষ্ঠান :                বাংলাদেশ রেলওয়ে 

চাকরির ধরন :                            সরকারি চাকরি 

পদের নাম :                                ওয়ে ম্যান (Wayman) 

শূন্য পদ :                                    ১৩৮৫টি পদ 

শিক্ষাগত যোগ্যতা :                    এসএসসি /সমমান 

বয়স :                                         ১৮-৩০ বছর (সাধারণ প্রার্থী) 

আবেদন শুরুর তারিখ :             ২৫ জানুয়ারি ২০২৩ 

আবেদনের শেষ তারিখ :            ২ মার্চ ২০২৩ 

আবেদনের লিংক :                     http://br.teletalk.com.bd 

ওয়েবসাইট :                                http://railway.gov.bd 

প্রার্থীর বয়স

বয়স : প্রার্থীর বয়স ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। 


** উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। 


আবেদনের যোগ্যতা :


শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 


যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন 


পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 


অনলাইনে আবেদনের নিয়ম 


আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে । আবেদন করতে http://br.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে। 


আবেদন ফি 


পরীক্ষা ফি ও সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। 


আবেদনের সময়সীমা ২৫ জানুয়ারি ২০২৩ সকাল ১০টা থেকে ২ মার্চ ২০২৩ বিকাল ৫টার মধ্যে। 


বেতন স্কেল বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩





Share:

সমন্বিত ৯ ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের MCQ পরীক্ষার সময়সূচী, আসনবিন্যাস ও ডুপ্লিকেট এডমিট

সমন্বিত ৯ ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের MCQ পরীক্ষার সময়সূচী ও আসনবিন্যাস 

পরীক্ষার তারিখঃ ২০ জানুয়ারি ২০২৩

Schedule & Centre List of the MCQ Test for the post of 'Senior Officer (General)'-2020 (Job ID:10146) of Sonali Bank Ltd, Janata Bank Ltd, Rupali bank Ltd, Bangladesh Development Bank Ltd., Bangladesh Krishi Bank, Rajshahi Krishi Unnayan Bank, Probashi Kallyan Bank, Karmasangsthan Bank & Investment Corporation of Bangladesh. 

Print/download Duplicate admit card for Admit Card of Senior Officer(General) (Base Year-2020)[10146] (on or before 20 Jan,2023)

Duplicate Admit: https://erecruitment.bb.org.bd/onlineapp/print_dplct_admit.php



Share:

Thursday, 12 January 2023

২৪১৬ পদে সমন্বিত ৭ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সমন্বিত ৭ ব্যাংকের সম্প্রতি ১ টি পদে মোট ২৪১৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। 

অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে  ১৩-০২-২০২৩ পর্যন্ত। 

পদের নাম ও পদসংখ্যা: অফিসার-ক্যাশ-/ অফিসার (টেলর)-২৪১৬  

আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনের বয়স: প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২বছর  । 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা (https://erecruitment.bb.org.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১৩-০২-২০২৩ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন ।















Share:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা থানা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি

👉 আনসার ভিডিপি-র উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা পদে লিখিত পরীক্ষা ১৪ জানুয়ারি। 
👉 উপজেলা প্রশিক্ষক পদের পরীক্ষার্থীর সংখ্যাঃ ৪৯,৯০২ জন।
👉 উপজেলা প্রশিক্ষিকা পদের পরীক্ষার্থীর সংখ্যাঃ ৩৭,৭১৫ জন।

আগামী ১৪ই জানুয়ারী ২০২৩ ইং অনুষ্ঠিত হতে যাওয়া আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা দুই ক্যাটাগরির পরীক্ষার রোল ভিত্তিক আসন বিন্যাস লোকেশনঃ













Share:

Tuesday, 10 January 2023

৩৫১ পদে জনতা ব্যাংক লিঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি

 🏦 ব্যাংক জবস 🏦

👉 প্রতিষ্ঠানঃ জনতা ব্যাংক লিঃ

👉 পদের নামঃ অফিসার (রুরাল ক্রেডিট-আরসি)-২০২১ সাল ভিত্তিক

👉 জব আইডিঃ 10182

👉 পদ সংখ্যাঃ ৩৫১টি

👉 আবেদন ফীঃ ২০০/- টাকা

👉 আবেদনের লিংকঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php

👉 আবেদনের শেষ তারিখঃ  ৯ ফেব্রুয়ারি ২০২৩

Apply online for the post of Officer (Rural Credit-RC)-Based year 2021 of Janata Bank Ltd.






Share:

Saturday, 7 January 2023

৩৬৯৭ টি পদে বিশাল নিয়োগ বাংলাদেশ ব্যাংকের অধীনে সরকারি ১০টি ব্যাংকে

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 
সিনিয়র অফিসার/অফিসার জেনারেল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিজ্ঞপ্তিতে মোট ক্যাটাগরির সংখ্যা ০২ টি এবং নিয়োগ সংখ্যা ২,৭৭৫+৯২২ জন। 
যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। 

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনিও আবেদন করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারেন। 
তাই দেরি না করে আজই আবেদন করুন। চাকরি প্রত্যাশী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম : সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ
চাকরির ধরন : সরকারি চাকরি
শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি ২০২৩


সম্প্রতি প্রকাশিত সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ এ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক অথবা অর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে একক প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২১ সাল ভিত্তিক “সিনিয়র অফিসার জেনারেল” পদে ৯২২ টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

• পদের নাম: সিনিয়র অফিসার জেনারেল
• নিয়োগ সংখ্যা: ৯২২ জন

• আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি ২০২৩

• পদের নাম: অফিসার জেনারেল
• নিয়োগ সংখ্যা: ২,৭৭৫ জন।

• আবেদনের শেষ তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩

• বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী।, তৎসহ নিয়মানুযায়ী প্রদেও অন্যান্য সুবিধা।
• শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীর্কত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী/৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী থাকতে হবে।









Share:

Wednesday, 4 January 2023

চাকরির আবেদন নিয়ে ঝামেলায় আছেন তাদের জন্য মানিকের দোকান নিয়ে এলো টেনশনমুক্ত করার ব্যবস্থা


আবেদন করতে চাইলে আগ্রহীরা ইনবক্সে মেসেজ অথবা কল করুন- 01738169055

এপ্লাই করিয়ে নিতে চাইলে যা যা পাঠাতে হবে.....

(সার্টিফিকেট অনুযায়ী সব ইংরেজিতে পাঠাতে হবে)

1. Applicant name:

2. Fathers name:

3. Mothers name:

4. Date of Birth:

5. Mobile number:

6. NID/Birth Regi. number:

স্থায়ী ঠিকানা দিতে হবে

7. Village name:

8. Post office name:

9. Post office code (NID er pichone thake):

10. Thana/Upazilla name:

11. Zillar name:

12. SSC or Dakhil 

Roll, Regi, Board name, Passing year, Gpa point, Group: (arts/ commerce/science)

13. HSC or Alim 

Roll, Regi, Board name, Passing year, Gpa point, Group: (arts/ commerce/science)

14. Honours or Degree 

Subject, Passing year, cgpa point, university name

15. নিজের passport size ছবি দিতে হবে

16. স্বাক্ষর এর ছবি দিতে হিবে

17. কোটা থাকলে দিবেন

18. Single or Married

বিবাহিত হলে- স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে

19. আগে অন্য কোনো জবে আপ্লাই করে থাকলে সেই জবের User ID o Password দিলেও হবে এবং জবের লিংক দিতে হবে।

আপ্লাই হয়ে গেলে বিকাশে/রকেটে/টেলিটক সিমে লোড দিয়ে দিতে হবে।

PAYMENT এর পর আপনার ফোনে একটা SMS যাবে- User ID & Password সহ

Share:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (LGED job circular 2023) কর্তৃপক্ষ কর্তৃক আজ প্রকাশিত হয়েছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ১২ টি পদে মোট ২২৩৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করার জন্য আহ্বান করা হচ্ছে। 

অনলাইনে আবেদন করা যাবে ০৪ জানুয়ারি ২০২৩ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকা হতে ৩১ জানুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত দেখুন...

চাকরির ধরন                             : সরকারি চাকরি

প্রকাশের তারিখ                     : ৩০ ডিসেম্বর ২০২২

পদ সংখ্যা                             : ০২+১০ টি

লোক সংখ্যা                             : ২৯৮+ ১৯৩৯ জন

শিক্ষাগত যোগ্যতা                     : ইমেজে দেখুন

আবেদন করার মাধ্যম             : অনলাইনে

আবেদনের শুরুর তারিখ     : ০৪ জানুয়ারি ২০২৩

আবেদনের শেষ তারিখ             : ৩১ জানুয়ারি২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট             : www.lged.gov.bd










Share:

LGED (স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর)-এর ৭২০ জনের কার্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি


👉  যারা এখনো আবেদন করতে পারেন নি, শেষ সময় এর অপেক্ষা না করে দ্রুতই করে ফেলুন আপনার আবেদন। আমি অনলাইন এপ্লিকেশন সার্ভিস দিয়ে থাকি। যারা নিজে আবেদন করতে পারেন না অথবা সময়ের অভাবে বাইরে যেতে পারছেন না। তারা চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করতে ইনবক্সে মেসেজ দিন।

#আবেদন_করতে_চাইলে_ইনবক্সে_মেসেজ_করুন।
#সব_ধরনের_চাকরির_আবেদন_করা_হয়।

#পরবর্তী যে কোন চাকুরীর সার্কুলার এবং আপডেট পেতে আমার সাথে যোগাযোগ করুন।

আবেদনের জন্য অবশ্যই মেসেজ দিবেন, কমেন্টস না করলেও চলবে।

[নূন্যতম 18-30 বছর বয়স হতে হবে]

[আবেদন ফি পদ বিশেষে টাকা এবং এর সঙ্গে সার্ভিস চার্জ ও SMS ফি যুক্ত হবে ]

আমার কাছে আবেদন করলে পরবর্তীকালে নতুন কোনও সার্কূলার আসলেই আপনাকে নোটিশ দিয়ে জানানো হবে। দোকানে গিয়ে বাড়তি কোনও সময় নষ্ট হবে না। আপনার নথিপত্র অত্যন্ত যত্ন সহকারে ও নিরাপদে সংরক্ষন করা হবে।

#অনলাইন_ভিত্তিক_বিভিন্ন_কাজের_সেবা_দেই।
👉 Govt Job Apply করে দেই,
👉 ট্রেনের টিকেট কেটে দেই
👉 রেজাল্ট দেই
👉 College Admission Apply করে দেই
👉 NID কপি ডাউনলোড করে দেই।

(বিঃ দ্রঃ শুধুমাত্র আবেদন করে দেই কাউকে চাকুরি দেইনা।

বিস্তারিত ফোন করুন 01738169055


Share:

Tuesday, 3 January 2023

১২৫ টি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২৩

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর রাজস্ব খাতজুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিচে স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (ওয়েবসাইটে) পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। Soil Resource Development Institute Job Circular 2022 চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সম্পূর্ণ বিস্তারিত নিচে দেয়া হল ।

এক নজরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠান / সংস্থার নাম:                 মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
পদের সংখ্যা:                                 ১২৫ টি
আবেদনের যোগ্যতা:                 এইচ.এস.সি/অষ্টম
বয়স:                                         ১৮ থেকে ৩০ বছর
আবেদনের মাধ্যম:                         অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট:                 www.srdi.gov.bd
আবেদনের শুরু:                         ২৬ ডিসেম্বর ২০২২
আবেদনের শেষ তারিখ:                 ১৮ জানুয়ারি ২০২৩
আবেদনের ঠিকানা:                 http://srdi.teletalk.com.bd/posts.php

Soil Resource Development Institute (SRDI) Job Circular 2022

বাংলাদেশে প্রায় প্রতিদিন কিছু না কিছু চাকুরির এডমিট কার্ড প্রকাশ হয়ে থাকে, আপনাদের সুবিধার্থে চলমান সকল চাকুরির এডমিট কার্ড (All job circular admit card) এখানে দেয়া হল।

আবেদন শুরুর সময়: ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ১২:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়:১৮ জানুয়ারি ২০২৩ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন :
















 

Share:

Flowers

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.