মানিকের দোকান

কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে । যে মানুষ মিথ্যা বলতে পারে না, সে সৃষ্টিশীল মানুষ না, রোবট টাইপ মানুষ । -----হুমায়ূন আহমেদ

মানিকের দোকান

নিজেকে কখনই অন্য কারো সাথে তুলনা করবেনা, যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে। - বিল গেটস

মানিকের দোকান

“মূর্খতার চেয়ে বড় পাপ আর নাই” -সন ইবনে আবদুল্লাহ

মানিকের দোকান

“ রান না করলে মরবি না। ব্যাটিং কর। এটা জীবন না, খেলা ” -মাশরাফি বিন মর্তুজা

মানিকের দোকান

তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না -আল হাদিস

RR LOVES

এখানে কম্পিউটার কম্পোজ, ইন্টারনেট ব্রাউজিং, বিয়ে, হালখাতা, আকিকা, মুখেভাতের কার্ডসহ যাবতীয় ছাপার কাজ করা হয়। মোবাইল- ০১৭৩৮-১৬৯০৫৫, ০১৭৮৩-১০৬৩১২***

Live Score

Tuesday, 14 May 2019

Polytechnic Admission 2019 | bteb admission | পলিটেকনিক ভর্তির আবেদন

Polytechnic Admission 2019, bteb admission 2019 – (২০১৯-২০২০) শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনােলজি, ২ বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট), এইচএসসি (ভােকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড এবং ১ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সের জন্য “ভর্তি নীতিমালা-২০১৯” প্রকাশ করা হয়েছে।

গত বছরের ন্যায় এবছরেও ছাত্র-ছাত্রী ভর্তির জন্য কোন প্রকার পরীক্ষায় অংশগ্রহন করতে হবে না। শুধুমাত্র এস, এস, সি পরীক্ষার GPA ও কোটা অনুসারে ক্রমান্বয়ে নির্বাচন করা হবে। অর্থাৎ যাদের GPA অনেক ভালো এবং পছন্দের সাব্জেক্টে প্রতিযোগিতাদের চেয়ে থাকবে তারাই কেবল চান্স পাবে।

এ বছরে BTEB Admission 2019 এর ক্ষেত্রে সরকারি পলিটেকনিক ও বেসরকারি পলিটেকনিক উভয় এর ক্ষেত্রে অনলাইনে আবেদন করে ভর্তি হতে হবে।

কিভাবে BTEB Admission এর ক্ষেত্রে ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়?


ধরুন আপনার রেজাল্ট ৪.৮৫, আপনি ABC Polytechnic এ XYZ Technology তে প্রথম পছন্দের তালিকা রেখেছেন। ঐ ABC Polytechnic এ XYZ এর আসন সংখ্যা 60 টি। সেক্ষেত্রে যদি সেই XYZ Technology জন্য ৫০ টি GPA 5 এবং ১০ টি GPA 4.9 আবেদন করে তবে আপনার চান্স হবেনা, হয়তোবা Waiting এ থাকতে পারেন। এক্ষেত্রে যদি আপনার কোটা থাকে তবে চান্স হয়েও যেতে পারে।

যদি প্রথম পছন্দের ABC পলিটেকনিকের XYZ Technology তে চান্স না হয় তবে আপনাকে ২য় পছন্দের তালিকায় থেকে একই পদ্ধতিতে দেখা হবে।

একারনে পলিটেকনিক ও বিভাগ সিলেক্ট করার ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।


BTEB Admission / Polytechnic Admission Department List

যেসকল প্রোগ্রামে ভর্তি হতে পারবেনঃ


Diploma in Engineering
  • Automobile.
  • Aircraft maintenance.
  • Architecture.
  • Ceramic.
  • Chemical.
  • Civil.
  • Computer Science & Technology.
  • Construction.
  • Data Telecommunication & Networking.
  • Electrical.
  • Electronics.
  • Electro-medical.
  • Environmental.
  • Food.
  • Footwear.
  • Glass.
  • Graphics Design.
  • Instrumention & Process Control.
  • Leather.
  • Leather & Accessories.
  • Marine.
  • Mechatronics.
  • Mechanical.
  • Mining and Mine Survey.
  • Power.
  • Printing.
  • Refrigeration and Air Condition.
  • Ship Building.
  • Surveying.
  • Telecommunication.
Diploma In Textile
  • Textile.
  • Garments Design & Pattern Making.
  • Jute.
Diploma in Tourism & Hospitality

আবেদনের ক্ষেত্রে ভর্তির যোগ্যতা / bteb admission









সকল সরকারি পলিটেকনিকে এবং সকল টেকনোলজির ক্ষেত্রেঃ

  • ভর্তির সময়ঃ ১২-০৫-২০১৯ থেকে ০৮-০৬-২০১৯
  • ক্লাস শুরুঃ ০১-০৮-২০১৯
সকল বেসরকারি পলিটেকনিক এবং সকল টেকনোলজির ক্ষেত্রেঃ

  • ভর্তির সময়ঃ ১৫-০৫-২০১৯ থেকে ২১-০৭-২০১৯
  • ক্লাস শুরুঃ ০১-০৭-২০১৯
ভর্তির আবেদন অনলাইনেঃ

আবেদন করুন এখান থেকেঃ http://www.btebadmission.gov.bd
এছাড়া Polytechnic Admission 2019 এর জন্য কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
Share:

Wednesday, 8 May 2019

প্রতিমাসে ২ হাজার টাকা করে বৃত্তি দিবে ডাচ বাংলা ব্যাংক

dbbl-scholarship-2019

Dutch-Bangla Bank Limited (DBBL) Scholarship 2019 Has Been Published. Hello, SSC Pass students, Configuration for your achievement as a pass SSC Exam. Today we would share for all Dutch-Bangla Bank Limited DBBL Scholarship. The Dutch-Bangla Bank Limited (DBBL) Scholarship Notice has been published for SSC Pass Students who are eligible for SSC (Secondary School Certificate) and Equivalent Examination in 2018. You can check, in below, we have given full information with applying instruction, time frame, Scholarship amount duration, necessary papers etc.
Dutch-Bangla Bank Limited (DBBL) has been published Scholarship program for SSC or equivalent students of 2019. This year Who are talented poor student SSC or equivalent pass they can apply For this scholarship program. This Scholarship will be given up to the Higher Secondary Certificate (HSC) level of the Education life. Only the Poor but meritorious students can get this Scholarship program are eligible. Dutch-Bangla Bank SSC Scholarship online application process has been given below.
Application Opening Date: 8 May 2019
Application Finishing Date: 13 June 2019

Scholarship Amount and Duration:

  • Academic Level- H.S.C
  • Scholarship Period : 2 Years.
  • Monthly Scholarship: 2,000 Taka
  • Annual Grant for Reading Materials: 2500 Taka
  • Annual Grant for Reading Clothing: 1000 Taka

Eligibility – Minimum CGPA (Without 4th subject), for all Groups

  • College/Institutions situated in city corporation areas: 5.00
  •  College/Institutions situated in District town areas : 5.00
  • College/Institutions situated in Rural/ Other areas : 4.83
  • S.S.C./equivalents: 5.00
Application Instruction of DBBL Scholarship
Eligible and interested students who passed S.S.C exam 2018, are requested to apply by online at: app.dutchbanglabank.com/DBBLScholarship similar to the following rules:
– Scanned passport size color photograph of students.
– Scanned passport size color photographs of student’s father and mother
– Scanned mark sheet and testimonial of S.S.C./equivalent examinations.

Share:

Tuesday, 7 May 2019

এসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পদ্ধতি ২০১৯

HSC Admission Notices 
২০১৯-২০ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/মাদ্রাসা/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণিতে ১ম পর্যায়ে ইন্টারনেট অথবা মোবাইল এসএমএস এর মাধ্যমে ১২ মে থেকে ২৩ মে (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) এর মধ্যে online–এ আবেদনপত্র দাখিল করা যাবে। আবেদন ফি (Teletalk / Rocket / Surecash এর মাধ্যমে) জমা দেওয়া যাবে।
২য় পর্যায়ে ১৯ মে থেকে ২০ জুন পর্যন্ত এবং ৩য় পর্যায়ে ২৪ জুন ২০১৮ আবেদন করা যাবে। ভর্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
অন-লাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার পদ্ধতি-
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থীকে শুধুমাত্র টেলিটক/রকেট/শিওরক্যাশ ব্যবহার করে অন-লাইনের আবেদন ফি SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে ১৫০/- টাকা ফি জমা প্রদান করতে হবে।
ক) টেলিটকের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ
১. টেলিটকের প্রিপেইড মোবাইল ব্যবহার করতে হবে। মোবাইলের Message (Option)-এ গিয়ে নিম্নলিখিত নিয়মে আবেদন ফি প্রদান করতে হবেঃ
CAD<space>WEB<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের Board এর নামের প্রথম তিন অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের Roll<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের Year লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম এবং আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন কোড প্রদান করা হবে।
ফি প্রদানে সম্মত থাকলে ম্যাসেজ অপসন এ গিয়ে CAD<space>YES<space>PIN<space> CONTACT NUMBER (বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে

ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction ID সহ SMS যাবে।
এই পোস্টের শেষে প্রদত্ত বিজ্ঞপ্তি থেকে টেলিটক/রকেট/শিওরক্যাশ মাধ্যমে আবেদন পদ্ধতি জানতে পারবেন।
টেলিটক/রকেট/শিওরক্যাশ মাধ্যমে নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website- এ (www.xiclassadmission.gov.bd)  Apply Online -এ Click করতে হবে।
এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে।
SMS এর মাধ্যমে যেভাবে ভর্তির আবেদন করবেন-
SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-
CAD <space> ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN<space>ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর <space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন <space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর <space> ভর্তিচ্ছু শিফটের নাম <space>ভার্সন<space>কোটার নাম (যদি থাকে)
এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে।
উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2019 1212665968 M B FQ
  • এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
  • SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
  • DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
  • 123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
  • 2017-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
  • 1212665968- আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর
  • M- শিফটের নামের প্রথম অক্ষর
  • B-ভার্সন এর প্রথম অক্ষর
  • FQ- মুক্তিযোদ্ধা কোটা।
ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ
* সাধারন বোর্ডঃ
Science এর জন্য SC
Humanities এর জন্য HU
Business Studies এর জন্য BS
Home Economics এর জন্য HE
Islamic Studies এর জন্য IS
* মাদরাসা বোর্ডঃ
Science এর জন্য MS
General এর জন্য GE
Muzabbid এর জন্য MU লিখতে হবে
Hifzul Quran এর জন্য HQ লিখতে হবে
* কারিগরি শিক্ষা বোর্ডঃ
[ HSCVOC – (Agro Machinery এর জন্য AM
Automobile এর জন্য AU
Building Maintenance and Construction এর জন্য BC
Clothing and Garments Finishing এর জন্য CG
Computer Operation and Maintenance এর জন্য CO
Drafting Civil এর জন্য DC
Electronic Works and Maintenance এর জন্য EW
Electronic Control and Communication এর জন্য EC
Fish Culture and Breeding এর জন্য FC
Machine Tools Operation and Maintenance এর জন্য MT
Welding and Fabrication এর জন্য WF
Industrial Wood Working এর জন্য IW
Wet Processing এর জন্য WP
Yarn and Fabric Manufacturing এর জন্য YF
Warehouse and Storekeeping এর জন্য WS,
Home Science এর জন্য VH)]
[ HSCBM (Accounting এর জন্য HA
Banking এর জন্য HB
Computer Operation এর জন্য HC
Entrepreneurship Development এর জন্য ED
Agriculture এর জন্য AG )] লিখতে হবে
শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M
Day এর জন্য D
Evening এর জন্য E এবং
ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।
ভার্সনের ক্ষেত্রেঃ
* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।
কোটার ক্ষেত্রেঃ
* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।
কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে। প্রবাসী কোটার ক্ষেত্রে PQ লিখতে হবে।
কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।
উল্লেখ্য যে, বিকেএসপি, বিভাগীয় ও জেলা কোটার ক্ষেত্রে শিক্ষার্থী স্বয়ংক্রীইয়ভাবে বিবেচিত হবেন এবং এ জন্য শিক্ষার্থীকে কোন ইনপুট দিতে হবে না।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-
CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহৃত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত যে কোন মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে:
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত আবেদন কারীদের ক্ষেত্রে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর একই বলে বিবেচিত হবে। এ ক্ষেত্রে রোল নম্বরে অন্তর্ভুক্ত ‘-‘ চিহ্নটি উপেক্ষা করতে হবে। উল্লেখ্য যে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীদেরকে শুধুমাত্র টেলিটক এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
এখানে উল্লেখ্য যে,
  • ২৩ মে ২০১৯ তারিখ রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত আবেদন করা যাবে।
  • SMS-এর মাধ্যমে একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানে (অনধিক-১০টি)/একই প্রতিষ্ঠানের একাধিক গ্রুপ অথবা একাধিক শিফটে আলাদাভাবে আবেদন করতে পারবে। তবে প্রতি ক্ষেত্রেই ফি বাবদ ১২০/- (একশত বিশ টাকা) প্রদান করতে হবে।
  • একজন প্রার্থী ইন্টারনেট ও SMS উভয় পদ্ধতি মিলে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।
  • একই Contact mobile number ব্যবহার করে একাধিক শিক্ষার্থী আবেদন করতে পারবে না। একই শিক্ষার্থীর একাধিক আবেদনে একই Contact mobile number ব্যবহার করতে হবে।
আবেদন ফিঃ গতবারের মতো এবারও অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা এবং এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য ১২০ টাকা ফি দিতে হবে। তবে এসএমএসে আবেদনের জন্য প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠান/ একই প্রতিষ্ঠান এর একাধিক গ্রুপে/ একই প্রতিষ্ঠানে একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে, তবে এক্ষেত্রে প্রতিবারই ফি বাবদ ১২০/- টাকা কেটে নেওয়া হবে
আবেদন ফিঃ অন-লাইনে সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদনের জন্য ১৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে আবার ১০টি করলেও ১৫০/- চার্জ করবে। অর্থাৎ এসএমএস এ আবেদন পদ্ধতির মত কলেজ প্রতি আলাদা চার্জ করা হবে না।
১ম পর্যায়ে আবেদনের সময়সীমাঃ আবেদন প্রক্রিয়া ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত।
আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তির সময়সীমাঃ ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত।
শুধুমাত্র পুনঃনিরীক্ষণের পর ফলাফল পরিবর্তিতদের ক্ষেত্রে আবেদনের সময়সীমাঃ ০৩ থেকে ০৪ জুন পর্যন্ত চলবে। 
১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ১০ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে):১১ থেকে ১৮ জুন পর্যন্ত
২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ১৯ থেকে ২০ জুন পর্যন্ত
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২১ জুন
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২২ থেকে ২৩ জুন পর্যন্ত।
৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২৪ জুন
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২৫ জুন
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ ২৫ জুন
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৬ জুন পর্যন্ত
ভর্তির সময়সীমাঃ ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত
ক্লাশ শুরুর তারিখঃ ০১ জুলাই ২০১৯
কলেজ কর্তৃক (Confirmation) নিশ্চিতকরণঃ 
নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী ১৮৫ টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।

২০১৯-২০ শিক্ষাবর্ষে কলেজ/মাদ্রাসা/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের নির্দেশিকা





Share:

Monday, 6 May 2019

কি ভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন ২০১৯

আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ

বোর্ড চ্যালেন্স করার জন্য মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন- RSC<স্পেস>আপনার বোর্ড 
এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>1 01 এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে। উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>1 01,107 এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে। ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর) উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01 913XXXXXX ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবেদনের সময়সীমাঃ এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া ০৭-০৫-২০১৮ তারিখ থেকে ১৩-০৫-২০১৮ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
Share:

Flowers

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.